অবিলম্বে ১০০ দিনের কাজ চালু করা,ব্লক এলাকার গ্রামীণ রাস্তাগুলো অবিলম্বে মেরামত করা, যোগ্য ব্যক্তিদের আবাসের সুবিধা দেওয়া, স্কুলে শিক্ষক নিয়োগ , বন্ধ হোস্টেল খোলা সহ ১৫ দফা দাবীকে সামনে রেখে বৃহস্পতিবার সিপিআইএম বান্দোয়ান পূর্ব ,উত্তর ও দক্ষিণ এরিয়া কমিটি বান্দোয়ান ব্লক অফিসে স্মারকলিপি জমা করে।