বাইজাল থানার পুলিশ ফের গাঁজা বিরোধী অভিযানে ৪৫ হাজার গাঁজা গাছ ধ্বংস করে। একের পর এক বাইজাল বাড়ি থানার পুলিশের নেশা বিরোধী অভিযানে সাফল্য।নেশা মুক্ত রাজ্য গঠনের লক্ষ্যে পুলিশের উদ্যোগে নেশা বিরোধী অভিযান খোয়াই বাইজাল বাড়ি থানার অব্যাহত রয়েছে। নতুন থানা উদ্বোধন হয়েছে প্রায় চার মাস। প্রথম ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে যুগল কিশোর ত্রিপুরা।