প্রানে মেরে ফেলার অভিযোগে দিনহাটার বড় বোয়াল মাড়ী এলাকার এক ব্যক্তিকে ট্রানজিট রিমান্ডে নিয়ে যায় রাজস্থান পুলিশ। সোমবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ দিনহাটা এসিজেএম আদালতের এসিস্ট্যান্ট পাব্লিক প্রসিকিউটর শুভব্রত বর্মন জানান, গতকাল রাতে বড় বোয়ালমারী এলাকার অভিজিৎ রায় ওরফে অরজিৎ রায় নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে রাজস্থান পুলিশ। গত ৩১ শে অক্টোবর ২০২৩