পারিবারিক বিবাদ থেকে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী তরুণ। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের বাগবাড়ি এলাকায়। মৃতদেহটিকে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। মৃত তরুণের নাম রোহিত সরকার (২৪)। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন রোহিত। লোকজনের অজান্তে বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়েন রোহিত। পরিবারের লোকজন তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে মালদা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে জানান।