ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটির নির্দেশক্রমে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি'জির জন্মদিন উপলক্ষে "সেবা পাক্ষিক " (১৭ সেপ্টেম্বর থেকে ২ রা অক্টোবর ২০২৫ ইং ) কর্মসূচিকে সামনে রেখে পদ্ম বিল আর. ডি ব্লক সংলগ্ন কাঞ্চন প্রভা দেবী হল ঘরে ভারতীয় জনতা পার্টি রামচন্দ্র ঘাট মন্ডল উদ্যোগের এক কর্মশালা অনুষ্ঠিত হয়।