ময়নাগুড়ি পৌরসভার 9নম্বর ওয়ার্ডের ময়নাগুড়ি পার্ক থেকে ময়নাগুড়ি গার্লস স্কুল হয়ে ময়নাগুড়ি পোস্ট অফিস মোড় পর্যন্ত প্রায় 200মিটার রাস্তার অবস্থা বেহাল। এতটাই বেহাল যে খানাখন্দে জল কাদায় পরিপূর্ণ। এলাকাবাসীদের অভিযোগ এই রাস্তার দু'পাশে অনেক দোকানপাট ছিল গত এক বছর আগে সেই সব দোকানপাট ভেঙ্গে দেওয়া হয় ময়নাগুড়ি পৌরসভার পক্ষ থেকে। রাস্তা চওড়া এবং পিচের রাস্তা হবে বলে জানিয়েছিল পৌরসভা। কিন্তু গত এক বছর থেকে এই রাস্তার বেহাল অবস্থা যা ভাবাই যায় না।