অল ব্রাদার্স গ্রুপের উদ্যোগে আয়োজিত ধজনগর বাজারে গণপতি পূজায় অংশগ্রহণ করে যুব মোর্চার প্রদেশ সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব। এদিন বিদেরকে সংবর্ধনা তুলে দেয় অল ব্রাদার্স গ্রুপের সদস্যরা। তাছাড়া তিনি গণপতি এ পুজোয় সকলের মঙ্গল কামনা করে প্রার্থনা করেন।