দক্ষিণ ২৪ পরগনার গোসোবা থানার অন্তর্গত রাঙাবেলিয়া গ্রাম পঞ্চায়েতের রানীপুরে মঙ্গলবার দিন সন্ধ্যায় বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়ে অনিতা দাস নামে এক গৃহবধূ পরিবার সূত্রে খবর মঙ্গলবার দিন সন্ধ্যায় ওই গৃহবধূ যখন বাড়ির বারান্দায় কাজ করছিলেন সেই সময় হঠাৎই তার হাত বাড়ির বারান্দার গ্রিলে লাগে। তখনই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়েন। পরিবারের লোকজন উদ্ধার করে গৃহবধুকে গোসাবা ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।