DYFI দুর্লভ নারায়ণ লোকাল কমিটির উদ্যোগে বাজার মিছিল ও পথসভা সংগঠিত হয়, এতে সভাপতিত্বে করেন সংগঠনে বিভাগীয় সভাপতি কম : মো : সেলিম, আলোচনা করেন সংগঠনে রাজ্য সভাপতি কম : পলাশ ভৌমিক,উপস্থিত ছিলেন পাটির সম্পাদক মণ্ডলীর সদস্য কম : তপন চন্দ্র দাস, জেলা কমিটির সদস্য কম : বানী সিং দেব্বরমা, সংগঠনের লোকাল সম্পাদক কম আনোয়ার হোসেন, সভাপতি কম : সন্কর দাস,সংগঠনের বিভাগী