“আমাদের পাড়া, আমাদের সমাধান” শিবিরে জন প্লাবন সৃষ্টি হল কেতুগ্রামে। বনফুল গ্ৰামে অনুষ্ঠিত শিবির বৃহস্পতিবার আনুমানিক দুপুর ৩টা নাগাদ পরিদর্শন করেন এলাকার বিধায়ক শেখ শাহনওয়াজ। প্রসঙ্গত, এই কর্মসূচির মাধ্যমে প্রত্যেক বুথ পিছু ১০ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে। সেইমতো এলাকার প্রয়োজনীয় কাজগুলি করার এদিন পরামর্শ দেন বিধায়ক। পাণ্ডুগ্রাম পঞ্চায়েতের মানুষের সুবিধার্থে এই শিবিরের এদিন আয়োজন করা হয় বলেই জানা গিয়েছে।