উত্তরে দুর্যোগ, বৃষ্টিতে বিপাকে পূজা প্রস্তুতি জলপাইগুড়িঃ উত্তরবঙ্গের উপর দিয়ে অবিরাম ভারী বৃষ্টি নামার ফলে চরম সমস্যায় পড়েছেন দুর্গাপূজা উদ্যোক্তা থেকে শুরু করে ডেকোরেটর ও মৃৎশিল্পীরা। একটানা বৃষ্টিতে পূজা মণ্ডপ চত্বরে জমে উঠছে জল। এর ফলে মণ্ডপ শয্যার কাজ করতে গিয়ে দারুণ অসুবিধার মুখে পড়েছেন ডেকোরেটররা। সামনেই দুর্গোৎসব, কিন্তু এই আবহাওয়া যদি আরও কয়েকদিন স্থায়ী হয়, তাহলে নির্দিষ্ট সময়ে মণ্ডপ সম্পূর্ণ করে উদ্যোক্তাদের ডেলিভারি দেওয়া নিয়ে বড় সমস্য