ডেপুটি এক্সাইজ কালেক্টর( মানবাজার) এর নেতৃত্বে চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বোরো থানার অন্তর্গত বুরুডি (ভালুকডি), ফুলবেড়িয়া, বরগেড়িয়া এবং বান্দোয়ান থানার অন্তর্গত পপরাকোচা সহ একাধিক এলাকায় অভিযান চালায় বরাবাজার সার্কেল আবগারি দপ্তর ।শুক্রবার বিকেল ৫.৩০ টা নাগাদ আবগারি দপ্তর সূত্রে জানা যায় অভিযান চালিয়ে প্রায় ৫০ লিটার চোলাই মদ ও ৯০০ লিটার মদ তৈরি করার উপকরণ নষ্ট করার পাশাপাশি ৭ টি মদ তৈরি করার হাড়ি বাজেয়াপ্ত করা হয়।