হুগলির ধনিয়াখালি বিধানসভার সাটিথান গ্রাম পঞ্চায়েতের কামতাই প্রাথমিক বিদ্যালয় ১৮৯,১৯০ এবং ১৯১ নম্বর বুথের আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প হয়ে গেল আজ বৃহস্পতিবার। বৈকাল পাঁচটা নাগাদ জানাযায় এদিনের এই ক্যাম্প ঘুরে দেখেছেন ধনিয়াখালি বিধায়ক অসীমা পাত্র। বিধায়ক এদিন এই ক্যাম্পে উপস্থিত হয়ে এলাকা সাধারণ মানুষদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন,,