ফাঁসি তে আত্মঘাতী এক তরতাজা যুবক। ঘটনা রবিবার ভোর বেলায় বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত বড়জলা গ্রাম পঞ্চায়েতের দেব পাড়া এলাকায়। আত্মঘাতী সেই যুবকের নাম কিনজল দেব২৬ পিতার নাম কার্তিক দেব। ছোটবেলায় তার বাবা মায়ের একসঙ্গে মৃত্যুর হয়।। তার বাবা পুলিশে কর্মরত ছিল। বাবা মায়ের একসঙ্গে মৃত্যুর পর তারা দুই ভাই একেবারে অনাথ হয়ে পড়ে।