Baruipur, South Twenty Four Parganas | Sep 5, 2025
বারুইপুর এর বল বলিয়া মোড়ের কাছে টোটো ও ছোট হাতি গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত টোটো চালক সহ দুই যাত্রী। এদের মধ্যে এক মহিলা যাত্রী। ছোট হাতি গাড়ির চালক পলাতক। টোটো বারাসাত থেকে সূর্য পুরের দিকে যাচ্ছিল। আর উল্টো দিক থেকে বারুইপুর থেকে ছোট হাতি গাড়ি জয়নগর এর দিকে যাচ্ছিল