আলিপুরদুয়ারের দুর্গাপুজো কমিটি গুলোকে পুজোর আবেদন করতে হবে অনালাইনে।আগেই পুজো কমিটি গুলোকে নিয়ে বৈঠকে এই সিদ্ধান্ত জানানো হয়েছিল জেলা প্রশাসনের পক্ষ থেকে।শুক্রবার বিকেল চারটা নাগাদ পুজোর আবেদন করার জন্য আসান নামের একটি পোর্টালের উদ্বোধন করা হলো জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যায়।সেখানে উপস্থিত ছিলেন জেলা শাসক আর বিমলা,জেলা পুলিশ সুপার ওয়াই রঘু বংশী সহ অন্য আধিকারিকরা।এই পোর্টলে শুক্রবার থেকেই আবেদন শুরু হয়েছে।