আইএনটিটিইউসি অনুমোদিত পিএইচই কনট্রাকটরস ওয়ার্কাস ইউনিয়নের রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে খড়গপুরের বাসিন্দা মইদুল খানের না ঘোষণা করেছে দল। নাম ঘোষণার পরেই দলের নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা সম্বর্ধনা জানালো নবনির্বাচিত রাজ্য সাধারণ সম্পাদক মইদুল খানকে। খড়গপুর ২ নাম্বার ব্লকের বাসিন্দা মইদুল খান, সংগঠনের দীর্ঘদিনের কর্মী।