সোমবার বেলা ১১ ঘটিকায় বড়মুড়া ইকোপার্ক সংলগ্ন এলাকায় কোটি ও তেলের ট্যাংকরের গাড়ি মুখোমুখি সংঘর্ষে সোমারানি দেববর্মা নামে এক মহিলা নিহত হয় ও তার স্বামী মঙ্গল দেববর্মা আহত হয়। নিহত ও আহতদেরকে নিয়ে আসে তেঃমুড়া মহাকুমা হাসপাতালে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। ময়নাতদন্তের পর দুপুর ১ ঘটিকায় পরিবারের হাতে তুলে দেয় সময়ানি দেববর্মা মৃতদেহটি।