কল্যাণী স্টেডিয়ামে কল্যাণী চেয়ারম্যানস জুনিয়র কাপে জমজমাট ফুটবল। শুক্রবার দুটি ম্যাচে অনুষ্ঠিত হয় কল্যাণী স্টেডিয়ামে। প্রথম ম্যাচে কল্যাণীর বীর সিধু কানু নগর হাই স্কুল এক শূন্য গোলে পরাজিত করে মাঝেরচক ঘোষপাড়া সরস্বতী ট্রাস্ট বিদ্যাপীঠকে এবং দ্বিতীয় ম্যাচে গয়েশপুরের ব্যাধিভবন রবি তীর্থ বিদ্যালয় ও স্পেন্ডেল হাই স্কুল মুখোমুখি হয় স্পেন্ডেল হাই স্কুল ৩-০ গোলে জয়লাভ করে। এদিন এই ম্যাচে উপস্থিত ছিলেন কল্যাণী পৌরসভার পৌর প্রধান।