ভাটিবাড়ি গ্রাম পঞ্চায়েতের বোরাগাড়ি এলাকায় জলের পাম্পে ভাল্ব অপারেটর নিয়োগ নিয়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দল চরমে পৌঁছেছে। একই পদের জন্য দুই ব্যক্তি দাবিদার এমনটাই জানা গেছে এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে বৃহস্পতিবার বেলা একটা নাগাদ। তবে পাম্পের কর্মী নিয়োগ নিয়ে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে এমনটাও বলছেন এলাকার বাসিন্দারা। অন্যদিকে কোনরকম দুর্ঘটনা ঘটলে তার জন্য দায়ী থাকবে আলিপুরদুয়ার জেলা তৃণমূল নেতৃত্ব এমনটাও অভিযোগ উঠেছে।