"ডাক্তার দেখিয়ে ফিরছি, কিন্তু এখন বলছে বাইকে যেতে পারবো না" , তিলপাড়া ব্যারেজে বৃহস্পতিবার বিকাল পাঁচটা নাগাদ বললেন মল্লারপুরের বাসিন্দা সুশান্ত মন্ডল।তিনি জানান, শ্বাসকষ্টজনিত সমস্যায় তিনি সিউড়ির একটি হাসপাতালে এক্স-রে করিয়ে ফিরছিলেন শারোপুরিতে। যাওয়ার সময় কোনও সমস্যা না হলেও ফেরার পথে বাইক আটকে দেয় কর্তৃপক্ষ। সুশান্তবাবুর কথায়, "আমি ডাক্তার দেখিয়ে ফিরছিলাম, বাইকে ছিলাম, এখন বলছে বাইকে যাওয়া যাবে না। অথচ ১০ মিনিট আগেই আমি এই রাস্তা দিয়েই গিয়েছি।"