আজ পশ্চিমবঙ্গের কলকাতায় প্রথম "দ্যা বেঙ্গল ফাইলস" এর প্রিমিয়াম শো ন্যাশনাল লাইব্রেরী অডিটোরিয়াম দেখানোর আয়োজন করেছে খোলা হাওয়া সংস্থা কিন্তু তার আগে গোটা ন্যাশনাল লাইব্রেরী যেন যুদ্ধক্ষেত্র পরিণত হয়েছে। ২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, এক কোম্পানি CRPF ও এক CISF। এই মুহূর্তে গোটা ন্যাশনাল লাইব্রেরি চত্বর কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে যাতে করে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে।