ভুঁড়িগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভুঁড়ি হাইস্কুলে ৬৯ ও ৭০ নম্বর বুথের মানুষদের নিয়ে অনুষ্ঠিত হলো আমাদের পরা আমাদের সমাধান কর্মসূচি। এই আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে সাধারণ মানুষ তাদের নিজের নিজের বুথের সমস্যার কথা তুলে ধরল এদিন। যা গলসি দু'নম্বর ব্লক প্রশাসন নথি করল। রাজ্য সরকারের পক্ষ থেকে ১০ লক্ষ টাকা বরাদ্দ করা আছে বুধপতি যা খরচ হবে এলাকায়। তবে সমস্যার মধ্যে বেশিরভাগটাই রাস্তাঘাট ও আলোর কথা তুলে ধরা হয় বেশি।