পাকিস্তানি সেনারাও রীতিমতো সমীহ করেন তাঁকে। পাঞ্জাবির হোসনেওয়ালি সীমান্তে বিএসএফ এবং পাকিস্তানি রেঞ্জার্স বাহিনীর মধ্যে প্রতিদিন ফ্ল্যাগ লোয়ারিং অনুষ্ঠান হয়। ১৯৭০ সাল থেকে প্রতিদিন সন্ধ্যা ৬ টায় হয়ে আসছে ওই অনুষ্ঠান। ওই অনুষ্ঠান দেখার জন্য অনেক পর্যটকও ভিড় করেন। আর সেখানেই নজর কাড়েন প্রবীর পোদ্দার। তিনি ফালাকাটার বাসিন্দা। তাঁর রক্তচক্ষু এবং হুংকারে বুকে কাঁপন ধরে যায় পাকিস্তানি রেঞ্জার্সেরও। সম্প্রতি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় প্রবীরের কীর্তি। স্বা