মৃতার নাম আঙ্গুরাবালা মাজি(৯০)। পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে বাথরুম করতে যাওয়ার সময় তিনি পড়ে যান। তাতে তিনি মাথায় আঘাত পেয়ে গুরুতর জখম হন।রক্তাক্ত অবস্থায় পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানেই চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বর্ধমান থানার পুলিশ মৃত্যুর সঠিক কারণ জানতে শনিবার দুপুর সাড়ে তিনটা নাগাদ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় বর্ধমান মেডিকেলে।