প্রবল বৃষ্টিতে ধসে গিয়েছিল কালচিনি ব্লকের দলসিংপাড়া গোপালবাহাদুরবস্তি হয়ে এশিয়ান হাইওয়েগামী সড়ক। এরপর এ নিয়ে একাধিকবার প্রশাসনের দরজায় কড়া নারলেও, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের। এখনও তা মেরামত না হওয়ায় সড়কের আরও ১৫ মিটার অংশ ধসে গিয়েছে।ফলে সেই রাস্তা দিয়ে বন্ধ যান চলাচল।প্রায় পাঁচ কিলোমিটার ঘুরপথে চলছে যাতায়াত।চরম সমস্যার সম্মুখীন বাসিন্দারা। বুধবারএলাকার বাসিন্দারা জানান, গত মে মাসের শেষের দিকে প্রবল বর্ষণে ধসে গিয়েছিল।