নরেন্দ্র কাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে বর্ধমান ২ ব্লকের স্বস্তিপল্লি ফুটবল ময়দানে ।আয়োজনে নরেন্দ্র কাপ আয়োজন সমিতি। ফুটবল প্রতিযোগিতায় চার গ্রুপে ৩২ টি দল অংশগ্রহন করবে। চলবে ১১ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার স্বস্তিপল্লি মাঠে আটটি দলের খেলা অনুষ্ঠিত হয়। এদিন বর্ধমান উত্তর বিধান সভার পাঁচ নং মন্ডল একাদশ ও ছয় নং মন্ডল একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।নিদিষ্ট সময় খেলা অমিমাংসিত থাকায় টাইবেকারে খেলার নিষ্পত্তি হয়।টাইবেকার পাঁ