This browser does not support the video element.
রামপুরহাট ২: প্রতাপপুর মোড়ে ভোররাতে গরু চুরি আতঙ্ক
Rampurhat 2, Birbhum | Sep 9, 2025
প্রতাপপুর মোড়ে ভোররাতে গরু চুরি, আতঙ্ক । রামপুরহাট ২ নম্বর ব্লকের কালুহা গ্রাম পঞ্চায়েতের প্রতাপপুর মোড়ে মঙ্গলবার ভোররাতে চুরি হলো একজোড়া গরু। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গ্রামজুড়ে। গৃহস্থের অভিযোগ, ভোরে ঘুম থেকে উঠে দেখেন গোয়ালঘর ফাঁকা। আগের দিনই সালাদডাঙ্গা হাট থেকে প্রায় ৪৫ হাজার টাকা দিয়ে ওই একজোড়া গরু কিনে এনেছিলেন তিনি। চুরি হয়ে যাওয়ায় একদিকে আর্থিক ক্ষতির বোঝা, অন্যদিকে চোরচক্রের দাপটে আতঙ্কিত হয়েছেন স্থানীয়রা।