ঘুমিয়ে থাকা অবস্থায় বিষধর ডোমনা চিতি সাপের কামড়ে মৃত্যু হল পড়ুয়ার। মৃতের নাম অজিত বেসরা(১২) পূর্ব বর্ধমান জেলার বুদবুদ থানার বেলেডাঙ্গা গ্রামে তার বাড়ি। সে কৃষ্ণরামপুর হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। গতকাল রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় তার বাম পায়ে বিষধর ডোমনা-চিতি সাপ কামড়ে ধরে থাকে। সে সাপটিকে হাতে করে ধরে ফেলে এবং চিৎকার করতে থাকলে তার মা গিয়ে দেখে সাপটি কামড়ে ধরে রয়েছে সাপটিকে কেটে ছাড়ানো হয়। Bmch চিকিৎসা চলাকালীন আজ ভোরে তার মৃত্যু হয়