ফের বেহাল রাস্তা রোগীকে দোলাই করে নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে এমন ছবি দাসপুরের নাড়াজোল এলাকার। টানা নিম্নচাপের ফলে রাস্তা কাদা হয়ে পড়েছে এবং দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কারের না হওয়ার জন্য এই বৃষ্টির সময় কাদা জল পেরিয়ে আসতে হয় মানুষজনকে অন্যদিকে অসুস্থ রোগীকে আনতে গিয়ে গাড়ি ভিতরে প্রবেশ করতে চায় না অ্যাম্বুলেন্স আর সেই জন্যই অনেকটা দূর এই ভাবেই নিয়ে।