মুর্শিদাবাদ জেলা পুলিশসের তৎপরতায় পাঠ পরিযায়ী শ্রমিককে উদ্ধার করে ঘরে ফেরালো পুলিশ। জানা গেছে চলতি মাসের গত কুড়ি তারিখে ভুটানে কাজের উদ্দেশ্যে রওনা দেয় মুর্শিদাবাদ জেলার রানীনগর থানা এলাকার তিন যুবক ও ইসলামপুর থানা এলাকার দুই যুবক মোট পাঁচজন তারপরে তারা ভুটানে গিয়ে টাইলসের কাজ শুরু করলেও কাজ পছন্দ না হওয়ায় বাড়ি ফেরত আসতে চাইলে ওখানকার ঠিকাদার আসতে বাধা দেয় উক্ত ৫ শ্রমিককে। তারপরেই মুর্শিদাবাদ জেলা পুলিশের কানে খবর জেতেই মুর্শিদাবাদ জেলা পুলিশে