বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পদক্ষেপে খুশি চাকরিহারারা। সোমবার দুপুর আড়াইটা নাগাদ বিধানসভার বাইরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে চাকরি হারা আন্দোলনকারী চিন্ময় মণ্ডল বলেন, “যদি উনি এটা করেন, তা হলে খুব ভাল হয়। যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন, তাদের যেন সুরক্ষা প্রদান করা হয়। আর বিধানসভায় এমন একটা প্রস্তাব পাশ হলে, তা সত্যিই নজিরবিহীন হয়ে থাকবে।”