গুসকরার কুনুর নদীর মেলবন্ধন সেতুতে ময়লা আবর্জনার সঙ্গে আটকে যায় আস্ত একটি তাল গাছ। অবশেষে শুক্রবার আনুমানিক দুপুর সাড়ে তিনটে নাগাদ জীবনের ঝুঁকি নিয়ে পুরসভার সাফাই কর্মীরা এককোমর জলে নেমে ওই তাল গাছের গুঁড়িতে নাইলনের দড়ি বাঁধে। তারপর ট্রাক্টর দিয়ে সেই তাল গাছটিকে কুনুর নদী থেকে টেনে পাড়ে তোলা হয়। প্রসঙ্গত, কয়েক দিনের বৃষ্টিতে ফের জল চাপে মেলবন্ধন সেতুতে।আর জল বাড়ার সাথে সাথে প্রচুর ময়লা আবর্জনা ভেসে এসে মেলবন্ধন সেতুর হিউম পাইপের মুখে আটকে যায়।