Canning 1, South Twenty Four Parganas | Sep 10, 2025
বাড়ি থেকে সাইকেলে চেপে বেড়িয়ে ট্রেন ধরতে তালদি স্টেশানের দিকে যাওয়ার সময় তালদি বাসস্ট্যান্ডের কাছে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম দেবাশিস বৈদ্য(৩২)। বুধবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে। ঘটনার পর পথ চলতি মানুষ তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে এলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর মৃত্যু হয় দেবাশিসের। ক্যানিং থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। শুরু হয়েছে তদন্ত।