শনিবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আর্থিক সাহায্য তুলে দিতে গিয়ে মন্ত্রী স্বপন দেবনাথ জানান, মৃতদের পরিবারকে দু লক্ষ টাকা করে, গুরুতর আহত ছ জনকে এক লক্ষ টাকা করে ও বাকি আহতদের পঞ্চাশ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে। মন্ত্রীর অভিযোগ, পূর্ব বর্ধমান জেলা প্রশাসন বারে বারে যোগাযোগ করলেও বিহার সরকারের পক্ষ থেকে তেমন সাড়া মিলছে না। তিনি আহতদের চিকিৎসা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।