টোটো চুরির অভিযোগে পূর্বস্থলী থানার পুলিশ গ্রেপ্তার করল দুই ব্যক্তিকে। ধৃতদের নাম অমল পারুই ও আব্দুল শেখ। তাঁদের বাড়ি পূর্বস্থলী থানার ছাতনী এলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় দু’মাস আগে বিশ্বরম্ভা এলাকার বাসিন্দা উত্তম মাহাতোর টোটো কাঁলেখাতলা বাজার এলাকা থেকে চুরি হয়ে যায়। সেই ঘটনায় অভিযোগ দায়ের হয় পূর্বস্থলী থানায়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। অবশেষে গতকাল পুলিশ অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।