বাঁশদ্রোণীতে স্ত্রীর উপর ছুরি নিয়ে হামলা, পলাতক স্বামী। পারিবারিক কলহকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনায় রক্তাক্ত হলেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে আজ সকালে ব্রাহ্মণপুরে সুকুর আলির চায়ের দোকানের সামনে। পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপুর প্লেসের এ–ওয়ান এলাকায় বাস করেন অসীমা নস্কর ও তাঁর স্বামী হরিপদ নস্কর। অসীমা নস্কর পেশায় গৃহকর্মী। স্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরেই তাঁর সম্পর্কের টানাপোড়েন চলছিল। হরিপদের সন্দেহ ছিল স্ত্রীর চরিত্র নিয়ে।।