This browser does not support the video element.
জামপুইজলা: শ্লীলতাহানির দায়ে গণধোলাইয়ের শিকার যুবক,ঘটনার ছনবাড়িয়ি
Jampuijala, Sepahijala | Aug 22, 2025
শ্লীলতাহানির দায়ে গণধোলাইয়ের শিকার যুবক। নাবালিকা শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত যুবককে গণধোলাই দিলো জনতা।ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সন্ধ্যা রাতে টাকারজলা থানাধীন পাথালিয়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের ছনবাড়িয়া এলাকায়। জানা যায়, এদিন সন্ধ্যা রাতে এলাকার যুবক বাপন মিয়া পাড়ার এক নাবালিকা কিশোরীকে শ্লীলতাহানি করে। মেয়েটির চিৎকারে স্থানীয়রা জড়ো হয়।