অন্যান্য বছরের ন্যায় এবছরেও পুরুলিয়ার রঘুনাথপুর ২নম্বর ব্লকের চেলিয়ামা ময়রাপাড়া সার্বজনীন গণেশ পুজো অনুষ্ঠিত হচ্ছে।বুধবার সকালে স্হানীয় দামোদর নদের চেলিয়ামার করগালি ঘাট থেকে কলসে জলভর্তি করে মহিলারা বাজনা সহযোগে চেলিয়ামার ময়রাপাড়াতে গণেশ মন্দিরে এসে পৌঁছায়।এরপর হোমযজ্ঞ পূজাঅর্চনা শুরু।দুপুরে নরনারায়ণ সেবার আয়োজন করা হয়।ঐ পুজো কমিটির পক্ষে গীতা মোদক জানান চেলিয়ামার ময়রাপাড়া সার্বজনীন গণেশ পুজো ঘিরে এলাকার বাসিন্দাদের ব্যাপক উৎসাহ উন্মাদনা।