মোটর বাইকে করে যাওয়ার পথে পেছনে বসে থাকা এক জমি ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এনায়েতপুর পঁচিশা এলাকায়।রাস্তার এক প্রান্তে ট্রাক্টরের ইঞ্জিন অন্য প্রান্তে ট্রাক্টরের পেছনের অংশ দড়ি বেঁধে গাছের গুড়ি তোলা হচ্ছিল। আর এই রাস্তায় থাকা দড়ি গলায় আটকে গিয়ে মোটরবাইকে পেছনে বসে থাকা ফজলুল হক নামে ব্যক্তির মৃত্যু হয়। দড়ি তার গলায় আটকে গিয়ে মোটরবাইক থেকে ছিটকে পড়েন।চালক মীর সিন্টু আলী প্রাণে বেঁচেছেন। ঘটনাই দেহ হেফাজতে নিয়েছে পুলিশ।