This browser does not support the video element.
করণদিঘি: নিখোঁজ মা ও মেয়ের মৃতদেহ জলাশয় থেকে উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য করনদিঘির গোসাইপুরে, তদন্তে পুলিশ
Karandighi, Uttar Dinajpur | Mar 27, 2025
নিখোঁজ মা ও মেয়ের মৃতদেহ জলাশয় থেকে উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য করনদিঘির গোসাইপুরে। বৃহস্পতিবার দুপুরে মৃত মায়ের বাপের বাড়ির লোকেরা খুনের অভিযোগ আনায় স্বামীকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে করনদিঘি থানার পুলিশ। জানা গেছে, বিহারের পূর্নিয়া জেলার মহারাজপুর রামনাটোলা গ্রামের বাসিন্দা পূর্ণিদেবী। উত্তর দিনাজপুরের করণদিঘির সিতমটোলা গ্রামের অভি কর্মকারের সঙ্গে বিয়ে হয় তাঁর। অভিযোগ, গত সোমবার দুপুর নাগাদ অভি কর্মকার তাঁর স্ত্রীর নিখোঁজ হওয়ার খবর জানায়।