আগত 2026সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে বাংলা ছাড়া করার ডাক দিয়ে বৃহস্পতিবার দুপুরে পুরুলিয়ার রঘুনাথপুর 2নম্বর ব্লকের মৌতড় বাসস্ট্যান্ডে অবস্হিত বিজেপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হল পাড়া মন্ডল 2বিজেপির একটি সাংগঠনিক বৈঠক। ঐ সাংগঠনিক বৈঠক উপস্থিত পুরুলিয়া জেলা বিজেপির সদ্য মনোনীত জেলা সম্পাদক দীনবন্ধু চকবর্তী জানান, এদিন মৌতড় বাসস্ট্যান্ডে বিজেপির দলীয় কার্যালয়ে আগামী 2026এর নির্বাচনে তৃণমূলকে পরাস্ত করার জন্য আমরা আজকে সমবেত হয়েছিলাম।