সামনেই বিধানসভা ভোট। তার আগে সংগঠন শক্ত করতে কোমর বেঁধে মাঠে নেমেছে বিজেপি। সোমবার বিকেল সাড়ে তিনটে নাগাদ কুশমন্ডি ব্লকের মালিগাঁও এলাকায় দলীয় বৈঠক করল জেলা বিজেপি। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক তাপস চন্দ্র রায়-সহ অন্যান্য নেতারা। জানা গিয়েছে, এদিনের আলোচনায় আসন্ন নির্বাচনের রণকৌশল ও বুথ স্তরে সংগঠন মজবুত করার দিকেই জোর দেওয়া হয়। ইতিমধ্যেই তাপসবাবু ও তাঁর টিম ব্লকের বিভিন্ন এলাকায় ছোট-বড় বৈঠকের মাধ্যমে কর্মীদের চাঙ্গা করার কাজ শুরু করেছেন।