রেলের সপ্তাহব্যাপী রোলিং ব্লকের কারণে আগামী ৯ তারিখ অর্থাৎ মঙ্গলবার 68055 আসানসোল টাটানগর মেমু প্যাসেঞ্জার ট্রেনটির যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। রেল সূত্রে পাওয়া ওই তথ্যে বলা হয়েছে ঐদিন ট্রেনটি আসানসোল আদ্রা জংশনের মধ্যে চলাচল করলেও আদ্রা টাটানগর শাখায় পরিষেবা বন্ধ থাকবে ।