খাটিয়ায় করে এক রোগীকে চারজন কাঁধে করে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে চিকিৎসা কেন্দ্রে।সোমবার সেই হাড়হিম করা ছবি প্রথম পাবলিক অ্যাপে দেখে অনেকেই শিউরে উঠেছিলেন। অনেকের মধ্যে জল্পনা তৈরি হয়েছিল এটা কি আদৌ সত্যি। তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে ঐ গ্রামে পৌঁছে প্রত্যেকের সাথে কথা বলে তাদের কি প্রতিক্রিয়া পাওয়া গেছে তা তুলে ধরলাম।প্রসঙ্গত পুরুলিয়া রঘুনাথপুর ২ নম্বর ব্লকের জামুয়াডি গ্রামে রাস্তা বেহাল,বন্ধ যান চলাচল, গ্রামে পৌঁছতে পারছে না কোন এম্বুলেন্স।