রক্তদান শিবিরে পরিদর্শনে এসে নিজের শরীর চেকআপ করালেন ভাতার বিধানসভার বিধায়ক মানগোবিন্দ অধিকারী। সোমবার চারটে দশ মিনিটে তিনি জানান যারা রক্তদান শিবিরের আয়োজন করেছে তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। ভাতারের পানোয়া গ্রামে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। আর বিধায়ক মানগোবিন্দ অধিকারী সেই রক্তদান শিবির পরিদর্শন করতে যান। তিনি প্রথমেই নিজের শরীর চেকআপ করেন। এরপর রক্ত দাতাদের সঙ্গে তিনি কথা বলেন।