প্রশাসনের উদ্যোগে আজ পুরুলিয়া দু'নম্বর ব্লকের আগয়া নড়রা গ্রাম পঞ্চায়েত এলাকায় "আমাদের পাড়া, আমাদের সমাধান" কর্মসূচির ক্যাম্প আয়োজিত হলো স্থানীয় সিন্দুরপুর প্রাথমিক বিদ্যালয়ে। সেই ক্যাম্প আজ দুপুরে পরিদর্শন করে দেখেন বি ডি ও বাপি ধর । সেখানে এক আলোচনা চক্রে সাধারণ মানুষদের সঙ্গে মুখোমুখি হয়ে তাদের সুবিধা অসুবিধা এবং সেখানকার মানুষের প্রয়োজনে পরিষেবা প্রাপ্তির জন্য এই ক্যাম্পের মাধ্যমে তারা কিভাবে পরিষেবা পাবেন তা বিস্তারিত বোঝান বিডিও ।