পাড়ায় সমাধান কেমন হচ্ছে তা দেখতে শুক্রবার গিধনি এলোকেশী হাইস্কুলে আয়োজিত আমাদের পাড়া আমাদের সমাধান ও দুয়ারে সরকারের ক্যাম্প ঘুরে দেখলেন জামবনি ব্লকের বিডিও দেবব্রত জানা। এদিন দুপুর নাগাদ জামবনি ব্লকের গিধনি এলোকেশী হাইস্কুলের ক্যাম্প তিনি পরিদর্শন করেন। বিডিও কে কাছে পেয়ে এলাকার একাধিক সমস্যার কথা জানান এলাকাবাসীরা।