বুধবার সন্ধ্যা সাতটায় মালদা থানা প্রাঙ্গণে আয়োজিত হল শারদ উৎসবে ক্লাব গুলিকে ঘোষিত আর্থিক অনুদান এক লক্ষ দশ হাজার টাকার চেক প্রদান কর্মসূচি । এদিন এই কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় 110 টি ক্লাবকে চেক প্রদান করা হয় এদিনেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরাতন মালদা ব্লকের বিডিও সেজুতি পাল মাইতি,মালদা থানার আইসি মৌমেন চক্রবর্তী,পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, বি এম ও এইচ জয় দীপ মজুমদার ,দমকল বিভাগের আধিকারিক সহ অন্যান্