আসানসোল জামুরিয়া কেন্দ্রা গ্রাম পুকুর ঘাটে মহা সপ্তমীর সকাল সাতটা থেকে এই ঘাটে কুড়িটি পুজো কমিটি নব পত্রিকা স্নান বা কলা বৌ স্নান করে দেবী দূর্গাকে করা হলো বরণ আজ আজ মায়ের আগমন সাথে পুজোর উল্লাস মাকে আনার বাজি ফাটিয়ে মন্দিরে মন্দিরে আগমন করা হচ্ছে আজ থেকে চার দিন দুচোখ জামুরিয়া কেন্দা গ্রামে খিচুড়ি পাইপ ও নানা রকম সবচেয়ে ভোগ গ্রামের প্রদান করা হয়।